
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ : আটককৃত আসামীরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, উল্লেখিত সময় মাদকের একটি চালান সরবরাহ করা হবে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় আসামীদের হাতেনাতে গ্রেফতার করে।
শুক্রবার ২৪ মে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মহারাজপুর ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামস্থ এলাকায় র্যাবের চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক ক্রয় বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী মোঃ আতিকুজ্জামান ইসলাম (২৮), মোঃ আশারুল ইসলাম (২৪), মোঃ রবিউল ইসলাম (২৪), মোঃ নাহিদ (২৫), এদের ৪ জনকে ইয়াবা এবং হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।