
মোঃ আশিকুর রহমান তুষার (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে বাবা মাকে অচেতন করে ১৫বছরের এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়াগেছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডে এঘটনা ঘটে। এঘটনায় অভিযুক্ত বেল্লাল(২৫) ও ফয়সাল (২৪) নামের ২ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেল্লাল একই গ্রামের মতলেব হাওলাদারের ছেলে। এর আগে ডাকাতি ও শিবু লাল দাসকে অপহরণ মামলায় গ্রেপ্তারের পর জেল খেটে সদ্য বেড়িয়েছেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর মা লাইজু বেগম অভিযোগ করে বলেন, তার মেয়ে চন্দ্রদ্বীপ আসম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী। বাবা ফারুক হাওলাদার ও মা লাইজু বেগম ওই শিক্ষার্থীকে নিয়ে ১০টার (আলাদা বিছানায়) দিকে ঘুমিয়ে পরেন। রাত অনুমানিক ১১টার দিকে জানালার কাঠ ভেঙ্গে অভিযুক্ত বেল্লাল ও ফয়সাল ঘরে প্রবেশ করে তার মা বাবাকে চেতনা নাশক স্প্রে ব্যবহারের মাধ্যমে অচেতন করে। এরপর ওই শিক্ষার্থীকে মুখে গামছা পেচিয়ে জোর করে বাড়ির পাশে নির্জণ জায়গায় নিয়ে ধর্ষণ করে। ওই শিক্ষার্থী বাড়ি ফিরে ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে সবাইকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে মেয়েকে স্বাস্থ্য পরিক্ষার জন্য পটুয়াখালী সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযুক্ত বেল্লাল ও ফয়সালকে গ্রেপ্তার করে।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনা শোনার সাথে সাথে আমরা অভিযুক্ত বেল্লাল ও ফয়সালকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এঘটনায় এখনও মামলা হয়নি। আটককৃতদের ৫৪ধারায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে সোপর্দ করা হবে। বেল্লাল শিবু লাল দাসকে অপহরণ ও ডাকাতি মামলার আসামী। সে কিছুদিন আগে জেল থেকে জামিনে বের হয়েছেন।