মো:মিজানুর রহমান সাগর
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারীর নবপল্লী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের স্বর্গীয় সহদেব মন্ডল স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা বীমল কৃষ্ণ মন্ডল এবং ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পলাশ কুমার মন্ডল, বিকাশ চন্দ্র মন্ডল ও অমিত কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা রানী পোদ্দার (ভারপ্রাপ্ত), সহকারী শিক্ষক পরিতোষ কুমার মন্ডল, মনোজ কুমার মজুমদার, দেবাশীষ রানা, আজরুল ইসলাম, মিসেস আফরোজা খাতুন, সুমন মন্ডল, প্রদীপ মন্ডল প্রমুখ।