জবই বিলকে সংস্কার ও প্রকল্পের আওতায় আনা হলে, মৎস্য সেক্টরে অপার সম্ভাবনা রয়েছে,মৎস্য মহাপরিচালক ড.মো: আব্দুর রইফ

  • Reporter Name
  • Update Time : ১০:৫৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • ২৪ Time View

প্রদীপ কুমার সাহা, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলার সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল সংস্কার ও নতুনভাবে মৎস্য প্রকল্পের আওতায় আনা হলে একদিকে এখানকার মৎস্যজীবীরা যেমন স্বাবলম্বী হবে অপর দিকে বিলের জীববৈচিত্রও ধব্বংসের হাত থেকে রক্ষা পাবে।

এছাড়া মৎস্যসেক্টরে দেশের মাছের চাহিদা পুরণে জবই বিল বেশ ভুমিকা রাখবে এবং মৎস্য উন্নয়নে রয়েছে অপার সম্ভাবন। মৎস্য উন্নয়নে সাপাহার জবই বিলের মৎস্যজীবী উপকার ভোগীদের সাথে শনিবার (০১মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিল পাড়ে বদ্ধ্যভূমি প্রাঙ্গনে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড.মো: আব্দুর রইফ কথাগুলি বলেন।

  • তিনি তার বক্তব্যে ঐতিহ্যবাহী এই বিল সংস্কার ও নতুন প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবীদের ভাগ্যন্নয়ন ও জীববৈচিত্র রক্ষায় কাজ করারও ঘোষনা দেন।
  • এসময় অন্যান্যদের মধ্যে এস এম রেজাউল করিম, উপ পরিচালক (প্রশাসন) মৎস্য অধিদপ্তর, মো: শাহেদ আলী উপ-পরিচালক (পরিকল্পনা শাখা) আব্দুল ওয়াহেদ মন্ডল উপ-পরিচালক মৎস্য অধিদপ্তর রাজশাহী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাপাহার শাখার সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু, সাংগঠনিক সম্পদক আব্দুল্যাহ আনসারী, শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য প্রদান করেন।
  • এসময়
  • উপজেলার সকল মৎস্যজীবী, মৎস্য চাষী উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চিতলমারীতে দুইপক্ষের সংঘর্ষে উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নিহত, আটক ৩

জবই বিলকে সংস্কার ও প্রকল্পের আওতায় আনা হলে, মৎস্য সেক্টরে অপার সম্ভাবনা রয়েছে,মৎস্য মহাপরিচালক ড.মো: আব্দুর রইফ

Update Time : ১০:৫৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

প্রদীপ কুমার সাহা, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলার সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল সংস্কার ও নতুনভাবে মৎস্য প্রকল্পের আওতায় আনা হলে একদিকে এখানকার মৎস্যজীবীরা যেমন স্বাবলম্বী হবে অপর দিকে বিলের জীববৈচিত্রও ধব্বংসের হাত থেকে রক্ষা পাবে।

এছাড়া মৎস্যসেক্টরে দেশের মাছের চাহিদা পুরণে জবই বিল বেশ ভুমিকা রাখবে এবং মৎস্য উন্নয়নে রয়েছে অপার সম্ভাবন। মৎস্য উন্নয়নে সাপাহার জবই বিলের মৎস্যজীবী উপকার ভোগীদের সাথে শনিবার (০১মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিল পাড়ে বদ্ধ্যভূমি প্রাঙ্গনে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড.মো: আব্দুর রইফ কথাগুলি বলেন।

  • তিনি তার বক্তব্যে ঐতিহ্যবাহী এই বিল সংস্কার ও নতুন প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবীদের ভাগ্যন্নয়ন ও জীববৈচিত্র রক্ষায় কাজ করারও ঘোষনা দেন।
  • এসময় অন্যান্যদের মধ্যে এস এম রেজাউল করিম, উপ পরিচালক (প্রশাসন) মৎস্য অধিদপ্তর, মো: শাহেদ আলী উপ-পরিচালক (পরিকল্পনা শাখা) আব্দুল ওয়াহেদ মন্ডল উপ-পরিচালক মৎস্য অধিদপ্তর রাজশাহী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাপাহার শাখার সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু, সাংগঠনিক সম্পদক আব্দুল্যাহ আনসারী, শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য প্রদান করেন।
  • এসময়
  • উপজেলার সকল মৎস্যজীবী, মৎস্য চাষী উপস্থিত ছিলেন।