
মো:মিজানুর রহমান সাগর
বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক: পরিবেশ রক্ষায় যুব সমাজের দৃঢ় প্রত্যয়। শুক্রবার (১১ এপ্রিল) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক, যার মূল আয়োজক ছিল পরিবেশ বিষয়ক সংগঠন ‘কায়দা (CAYDA)’। আয়োজনে সহায়তা করেন LCOY Bangladesh, SEECTO, Youth NDCs এবং EarthDay.org।
অনুষ্ঠানটি মানববন্ধনের মাধ্যমে শুরু হয়, যেখানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কায়দার সাধারণ সম্পাদক মাইনিন ইসলাম, কায়দার সদস্য লামিয়া মিমি, শেখ মাগরুব, রাতুল কুমার শীল ও নাইম প্রমুখ।
মাইনিন ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশকে রক্ষায় আমাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এখনই সময় পরিবেশ নিয়ে কথা বলার।
এছাড়া বক্তারা আরও বলেন, আমরা সবাই পরিবেশ সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই আয়োজনের মাধ্যমে স্থানীয়ভাবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একটি জোরালো বার্তা পৌঁছায়।##
বাগেরহাট প্রতিনিধি তাং-১১-০৪-২০২৫