বাগেরহাট প্রতিনিধি।।
পানির ন্যায্যহিস্যা এবং বাগেরহাট পৌর সভার দীর্ঘদেড়যুগ ধরে অনিয়মের বিরুদ্ধে বাগেরহাট পৌর বাসীর এ প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত। সোমবার (১৭ মার্চ) বেলা ১১ টায় বাগেরহাট পৌরসভার প্রধান ফটকে এ প্রতিবাদ সমাবেশ
অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন তরুণ কণ্ঠস্বর জাহিদ হাসান পলাশ, সুজন
সাধারন সম্পাদক এ কে এ হাসিব, বিএনপি নেতা শহিদুজ্জামান ভ’ট্র. পৌরসভার
বাসিন্দা পারিজাত কাজল, নাহিদুল ইসলাম প্রমূখ।
বক্তারা এসময় বলেন, পৌরসভার উন্নয়নে কি খরচ করা হয় তার সকল হিসাব নাগরিকদের দিতে হবে, দীর্ঘদীন ধরে পৌরবাসী পানির সমস্যায় ভূগছে। দৈনন্দিন কাজে ব্যবহারযোগ্য
পানি পাচ্ছে না। রোজার মাসে ঠিকমত পানি সরবরাহ নাই। ভোগান্তির শেষ নেই।
পৌর কর্তৃপক্ষ একে অপরের উপর দোষারোপ করছে এর থেকে পরিত্রাণ চাই আমরা পৌরবাসী।
বাগেরহাট প্রতিনিধি তাং-১৭-০৩-২০২৫