নওগাঁয় গাছ কাটা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১১

  • Reporter Name
  • Update Time : ০২:৫২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ৪৪ Time View

মোঃ মোস্তফা আলী, বদলগাছী উপজেলা প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায় জমির সীমানা নির্ধারণের বিরোধ ও গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শরিফুল ইসলাম (৫৫) ও আজিজুল হক (৫৫) নামের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে শরিফুল ইসলাম বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওছির আলীর ছেলে এবং আজিজুল হক একই এলাকার মৃত আফসের আলীর ছেলে। ঘটনার পর থেকে নিহত ও আহতদের পরিবারের চলছে শোকের মাতম।

বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ওই গ্রামের সাইফুল ইসলাম ও লালচানের বুধরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাদের জায়গাতে গাছ লাগিয়েছিলেন। জমিজমা মাপজোক করে গাছটি লালচানদের মধ্যে পড়ে। গাছ সাইফুল গাছ লাগানোর সুবাদে উভয়পক্ষের সম্মতিতে সাইফুল ইসলাম গতকাল (৯ এপ্রিল বুধবার) ২টি মেহগনি গাছ কেটে নেয়। গাছ কাটায় উভয়পক্ষের মধ্যে বাদানুবাদ হয়।

আজ বেলা ১১টার দিকে সাইফুল ইসলামকে দেখতে পেয়ে লালচান তার অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বলেন। সাইফুল অন্য কাজে ব্যস্ত আছে জানালে লালচান, কাশেম হাজীসহ ২০-২২ জন তার ওপর আক্রমণ করে। সাইফুলকে রক্ষা করতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন রামদা, কুড়াল, হাসুয়া দিয়ে অন্যদের ওপর আক্রমণ করলে ঘটনাস্থলেই শরিফুল ইসলামের মৃত্যু হয়। আজিজুল হকসহ আরও ১২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় আজিজুল হকসহ পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে আজিজুল হক মারা যান।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে নিহত শরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি হাবিবুর রহমান আরও জানান, এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, নিহতদের পরিবারের পক্ষ থেকে এবং গ্রামের লোকজন এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে কৃষকদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁয় গাছ কাটা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১১

Update Time : ০২:৫২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

মোঃ মোস্তফা আলী, বদলগাছী উপজেলা প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায় জমির সীমানা নির্ধারণের বিরোধ ও গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শরিফুল ইসলাম (৫৫) ও আজিজুল হক (৫৫) নামের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে শরিফুল ইসলাম বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওছির আলীর ছেলে এবং আজিজুল হক একই এলাকার মৃত আফসের আলীর ছেলে। ঘটনার পর থেকে নিহত ও আহতদের পরিবারের চলছে শোকের মাতম।

বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ওই গ্রামের সাইফুল ইসলাম ও লালচানের বুধরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাদের জায়গাতে গাছ লাগিয়েছিলেন। জমিজমা মাপজোক করে গাছটি লালচানদের মধ্যে পড়ে। গাছ সাইফুল গাছ লাগানোর সুবাদে উভয়পক্ষের সম্মতিতে সাইফুল ইসলাম গতকাল (৯ এপ্রিল বুধবার) ২টি মেহগনি গাছ কেটে নেয়। গাছ কাটায় উভয়পক্ষের মধ্যে বাদানুবাদ হয়।

আজ বেলা ১১টার দিকে সাইফুল ইসলামকে দেখতে পেয়ে লালচান তার অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বলেন। সাইফুল অন্য কাজে ব্যস্ত আছে জানালে লালচান, কাশেম হাজীসহ ২০-২২ জন তার ওপর আক্রমণ করে। সাইফুলকে রক্ষা করতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন রামদা, কুড়াল, হাসুয়া দিয়ে অন্যদের ওপর আক্রমণ করলে ঘটনাস্থলেই শরিফুল ইসলামের মৃত্যু হয়। আজিজুল হকসহ আরও ১২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় আজিজুল হকসহ পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে আজিজুল হক মারা যান।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে নিহত শরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি হাবিবুর রহমান আরও জানান, এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, নিহতদের পরিবারের পক্ষ থেকে এবং গ্রামের লোকজন এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।