
প্রদীপ কুমার সাহা,নওগাঁ প্রতিনিধঃ
নওগাঁর নিয়ামতপুরে উপজেলার তিনমাথা মোড়ে দেশ ব্যাপী ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশন ( সিএসও), বেসরকারী উন্নয়ন সংস্থা ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দেশ ব্যাপী ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবির ধারাবাহিকতায় ১৩ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টায় নওগাঁ জেলাধীন নিয়ামতপুর উপজেলার তিনমাথার মোড়ে সারা সিভিল সোসাইটি অর্গানাইজেশন ( সিএসও), বেসরকারী উন্নয়ন সংস্থা বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম ( জেএনএনপিএফ) আয়োজনে বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড’র সহযোগিতায় ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বিডিও’র জেলা সমন্বয়কারী শামসুল হক, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার মোজাম্মেল হক, ফিল্ড ট্রেইনার শাহাজাহান হোসেন, মাঠ সংগঠক বিলকিস খাতুন, সুলতানা খাতুন, শারমিন খাতুন, অনিতা রানী, সুপারভাইজার আসাফুদ্দৌলা,প্রোগ্রাম অফিসার আবু সায়েম, জাতীয় আদিবাসী পরিষদ,নিয়ামতপুরের সাধারণ সম্পাদক অজিত মুন্ডা,বিডিও’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি,স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। মানব বন্ধন অনুষ্ঠানে আছিয়া সহ সকল ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের দ্রুত শান্তির দাবী জানিয়েছেন উপস্থিত সকলে।