
মোঃ আশিকুর রহমান তুষার (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৭নং বগা ইউনিয়নে আগ্নিকান্ডে দুটি আংশিক ও পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে ৷
গত ২৯.০১.২৫ইং তারিখ রোজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বগা ফেরিঘাটের দক্ষিণ পাশে রত্তন আলী কাজীবাড়ি এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীদের দাবি অগ্নিকান্ডের ঘটনায় ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এঘটনায় কোনো আহত বা নিহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানায়, প্রথমে স্থানীয় আতাহার কাজীর বসতঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। দ্রুত সময়ে আগুন চারদিকে ছড়িয়ে পরলে ঘরের লোকজন কিছু বুঝে ওঠার আগেই আগুনের তীব্রতা বেড়ে যায়। একে একে পুড়ে ছাই হয়ে যায় পাচটি বসতঘর।
এছাড়াও দুইটি বসতঘরের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বসতঘরের কোনো আসবাবপত্র রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।
এই অগ্নিকান্ডের ঘটনায় আতাহার কাজী, লিটন কাজী, দুলাল কাজী, সোহেল কাজী, রেজাউল কাজীর সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে এবং আনোয়ার কাজী ও জসিম কাজীর বসতঘর আংশিক পুড়ে গেছে।
বাউফল ফায়ার সার্ভিস স্টেশনের অয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ সাব্বির আহম্মেদ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। একটি বসতঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে জানান সাব্বির আহম্মেদ।