
স্টাফ রিপোর্টার: আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে বাউফল সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট ঝরনা বেগম। সারাদিন মানুষের দ্বারপ্রান্তে গিয়ে প্রজাপতি মার্কায় ভোট দোয়া ও সমর্থন চেয়ে লিফলেট বিতরন ও গণসংযোগ করেন তিনি।
প্রতিদিন বাউফলের পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের গ্রাম অঞ্চলে ঘুরে ভোটারদের লিফলেট বিতরণ করে দোয়া চাচ্ছেন। জানা গেছে, সকলের সুপরিচিত ধুলিয়া ইউনিয়নের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজ সেবক পটুয়াখালী কোর্টের আইনজীবী, মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বাউফল সদর উপজেলা সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
এ্যাডভোকেট ঝরনা বেগম সবসময় পরউপকারে ব্যস্ত হয়ে থাকেন। সব সময় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করাই যেন তার পেশা হয়ে গেছে। তার এডভোকেট জীবনে অনেক মানুষের উপকার করেছেন।
লিফলেট বিতরনের সময় উপস্থিত সাধারণ মানুষ বলেন, ঝরনা বেগম একজন এডভোকেট। তিনি মহিলা ভাইস চেয়ারম্যান হতে পারলে। বাউফল সদর উপজেলা সাধারণ মানুষের মামলা বিনা পারিশ্রমিকে লড়তে পারবেন, বিশিষ্ট সমাজসেবিকা তিনি হতে পারলে অসহায় ভুক্তভোগ মানুষের উপকারে আসবে বলে আমরা মনে করি। তিনি ভালো মন মানসিকতার মানুষ হিসেবে আমরা জানি। আমরা চাই সুস্থ ভোটের মাধ্যমে ২১ মে প্রজাপতি মার্কায় নির্বাচিত হয়ে, সে যেন মানুষের দুঃখ দুর্দশার সময় পাশে থাকতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে পারে।