
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে অবৈধ ট্রলির ধাক্কায় মো. নিজাম রাঢ়ি (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ডান পা ভেঙে গুরুতর আহত হয়েছেন তরিকুল ইসলাম (২১) নামে অপর এক যুবক।
রবিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার কাছিপাড়া-বাহেরচর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নিজাম উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোঃ নাজেম রাঢ়ির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম ও তরিকুল দুই বন্ধু মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে কাছিপাড়া বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাসার সামনে (নিজ বাড়ি)বের হলে দ্রুত গতির দুই দিক থেকে আসা দুটি ট্রলি সড়ক ক্রসিং করে। এ সময় বাহেরচর থেকে ছেড়ে আসা ট্রলি গাড়িটি নিজাম রাঢ়ির মোটরসাইকেলে ধাক্কা দিলে নিজাম ও তার বন্ধু মোটরসাইকেল থেকে সড়কে কি ছিটকে পরলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে নিজাম রাঢ়িকে পিষে দিয়ে সড়কের ডান পাশে উল্টে পড়ে। এতে গুরুতর আহত হয় নিজাম ও তার বন্ধু।
এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নিজাম রাঢ়িকে উদ্ধার করে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিজামকে মৃত ঘোষনা করেন।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসন বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে