মো:মিজানুর রহমান সাগর
বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড শ্রমিকলীগের সহ-সভাপতি আসাদ শেখকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কাড়াপাড়া ইউনিয়নের রাধাবল্লভ গ্রাম থেকে তাকে আটক করা হয়। আসাদ শেখ ডাকাতি, চুরিসহ দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার আটকের খবরে স্থানীয় কাড়াপাড়া ইউনিয়নের রাধাবল্লব গ্রামের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। কুখ্যাত এই ব্যক্তি গ্রেপ্তার হওয়াতে এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান , আসাদ শেখ প্রায় ১৭-১৮ বছর আগে চুরি, ডাকাতি এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত ছিলেন। তিনি মানুষের ঘের থেকে মাছ চুরি করে বাজারে বিক্রি করতেন বলে জানান তারা। এক পর্যায়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে আসাদ শেখের উত্থান ঘটে। জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের বক্কার এর আত্মীয় হওয়ার সুবাদে তিনি প্রভাবশালী হয়ে ওঠেন এবং অল্প সময়ের মধ্যে ৫০ থেকে ১০০ বিঘা ঘেরের মালিক বনে যান । তার এই দ্রুত সম্পদ অর্জন নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে নানা প্রশ্ন। স্থানীয়দের মতে আসাদ শেখ নানা অপরাধ কর্মকাণ্ডের মাধ্যমে এই অঢেল সম্পত্তির মালিক হয়েছেন।
অভিযোগ রয়েছে, আসাদ শেখের ভাই যুবো শেখ এর বিরুদ্ধেও। এলাকায় চুরি ও ডাকাতির জন্য কুখ্যাত যুব শেখ। রাত হলে গোটা কাড়াপাড়া ইউনিয়ন তার দখলে চলে যায় বলে অভিযোগ রয়েছে। এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের অত্যাচার নির্যাতনের নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অপরদিকে, আসাদ শেখের ছেলে আয়েজ শেখও বিতর্কিত। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলা মারপিটের অভিযোগ রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্র-শিক্ষার্থীদের উপর হামলার একটি ভিডিওতে ছাত্রদের উপর হামলা করতে দেখা গেছে আয়েজ শেখকে।এছাড়া, গত ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশের বিভিন্ন স্থানে ডাকাতি আতঙ্ক ছড়িয়ে পড়ে। আসাদ শেখকে এই আতঙ্কের অন্যতম হোতা হিসেবে চিহ্নিত করা হয়। তার বিরুদ্ধে এলাকার মসজিদে মাইকিং করে ডাকাতি সংক্রান্ত গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে। নিজ গ্রামে কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত এই আসাদ স্থানীয় সাংবাদিক মিজানুর রহমান রুবেলকে মারধর করে গুরুতর আহত করে। সে সময় মসজিদ ও মন্দির পাহারা দেওয়ার জন্য গঠিত টিমের সদস্যরাও পরে আসাদ শেখ ও তার সহযোগীদের হামলার শিকার হন।বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুর হাচান জানান, অপারেশন ডেভিল হন্টের অংশ হিসেবে সদর উপজেলার রাধাবল্লব গ্রাম থেকে আসাদ শেখ নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
১৬/০২/২০২৫