
বাগেরহাট জেলা প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজি হুমকি ,ধামকি ও ভয় ভীতি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মোল্লার কুল এলাকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সোহাগ মোল্লা রাব্বির বিরুদ্ধে বাগেরহাট জেলার আহ্বায়ক এস এম সাদ্দাম হোসেনের নিকট অভিযোগটি দায়ের করেন ভুক্তভোগী ওই এলাকার অসিত কুমারের স্ত্রী লাকি রানী দাস। অভিযোগের শেষে দোষীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৩ ই ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার যুগ্ম সদস্য সচিব সোহাগ মোল্লা রাব্বি, কমলেশ মজুমদার, মেহেদী ও মাযহারুল ইসলাম সহ অজ্ঞাতনামা ৫/৭ জন ভুক্তভোগীর বাড়িতে আসে। রাব্বি তার পরিচয় দিয়ে ৮ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং বলে আজ ৮ লক্ষ ৫০ হাজার টাকা না দিলে তোর নাম ডেভিল হান্ট অপারেশনে ভরে দিব।
সে আরো বলে এলাকার সকল মামলায় তোর নাম থাকবে এবং রাতে কিভাবে বাড়িতে ঘুমাস তা দেখে নিব। ইতিমধ্যে স্থানীয় ইউপি সদস্য বাড়িতে আসলে শুক্রবারের মধ্যে চাঁদার টাকা দিতে হবে বলে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চলে যায়। সেই থেকে ভুক্তভোগী লাকি রানী দাস ভয়ে বাড়িতে প্রবেশ করতে পারছে না। সে কাউকে ভয় পায় না বলে মোবাইলেও হুমকি ধামকি প্রদর্শন করিতেছে। উপায়ান্তর না দেখে ভুক্তভোগী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার আহবায়কের নিকট রাব্বির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য একটি অভিযোগ করেন।
এ বিষয়ে ভুক্তভোগী লাকি রানী দাস আরো জানান, ঘটনার বিষয়ে অভিযোগ দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব নওরিন এর বাসায় গেলে নওরিন রাব্বিকে ফোন দিয়ে বাসায় ডেকে আনে। আমি যাতে দ্রুত রাব্বির মাধ্যমে বিষয়টি সমাধান করি এ বিষয়ে নওরিনও আমাকে টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করে।
অভিযোগের বিষয়ে জানতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সোহাগ মোল্লা রাব্বির মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেন নাই।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা আহ্বায়ক সাদ্দাম হোসেন জানান, এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বিষয়টি আদালতের মাধ্যমেই মীমাংসা হবে। আমরা বিষয়টি সম্পর্কে সোহাগ মোল্লা রাব্বির সম্পৃক্ততা জানতে পেরে তাকে সতর্ক করেছি।