মো:মিজানুর রহমান সাগর
বাগেরহাট প্রতিনিধি;
বাগেরহাটের খানপুরে চেতনা নাশক ঔষধ স্প্রে করে বাড়ির সকল সদস্যদের অজ্ঞান করে নগদ টাকা সোনার গহনাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৫ টার সময় সেহেরির খাবারের সাথে চেতনা নাশক ঔষধ স্প্রে প্রয়োগ করে বাগেররহাট সদরের দক্ষিণ খানপুর কাচারী গ্রামে এ ঘটনা ঘটে আহতরা হলেন শেখ আবুল কালাম,(৬৫) রিখা আক্তার (৫৮) । ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানাযায় প্রতিদিনের ন্যায় শনিবার দিবাগত রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। গভীর রাত্রে সেহেরি খাবারের সাথে চেতনা নাশক ঔষধ প্রয়োগ করে। দুর্বৃত্তরা পাঁচিলের গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাড়ির সকল সদস্যদের চেতনাশক ঔষধ স্প্রে ও অজ্ঞান করে দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ও নগদ ৭৫ হাজার টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। তাদের ঘুম থেকে উঠতে দেরি দেখে সকালে পাশের বাড়ির লোকজন এসে ডাকাডাকি করে সকল সদস্যের ঘুম ভাঙ্গায়। বর্তমান সকল আহতরা বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, সম্প্রতি এলাকায় গাজা ও অনলাইন জোয়ার আসত্ব বেড়ে গেছে। বিশেষ করে উঠতি বয়সের ছেলেরা বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ চালাচ্ছেন বলে জানান। গভীর রাত পর্যন্ত এসব গাঁজার আসরে আসক্ত ছেলেরা বিভিন্ন সময় বাড়ির পাশ দিয়ে ঘোরাঘুরি করে বলে জানায় তারা। তবে প্রশাসনের ভূমিকা না থাকায় এসব অপরাধ প্রবণতা বেড়ে গেছেন বলে তিনি জানান। ঈদকে সামনে অজ্ঞাতপার্টি চোরচক্র মহল ভয়ের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় বাদী হয়ে বাগেরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
এব্যাপারে বাগেরহাট সদর মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান জানান ঘটনাটি বিভিন্ন সংস্থা তদন্ত চালাচ্ছেন এবং বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।