
মো:মিজানুর রহমান সাগর
বাগেরহাট প্রতিনিধি:
খ্রিস্ট বিশ্বাসীরা তাদের সৃষ্টিকর্তাকে বিভিন্ন স্মরণীয় দিনে উপাসনার মধ্য দিয়ে স্মরণ করে থাকেন এই ধারাবাহিকতায় সোমবার সকাল ১০ ঘটিকার সময় আনন্দ শোভাযাত্রা,খ্রিষ্ট জাগ,চিত্র অংকন এর মধ্য দিয়ে সাধু অন্তনীর পর্ব যুবলি ২০২৫ উদযাপন করেন এ সময় উপস্থিত ছিলেন বিশপ জেমস রমেন বৈরাগী, খুলনা ডায়োসিস সোনাডাঙ্গা, ফাদার ডমিনিকে হালদার বাসাবাটি গির্জা বাগেরহাট, এ সময় আরো উপস্থিত ছিলেন ফাদার লাভলু সরকার, জোসেফ সরকার সহ বিভিন্ন গির্জার ফাদার ও শত শত খ্রিস্টবিশ্বাসীরা এ সময় বিশপ জেমস রমেন বৈরাগী বলেন সাধু আন্তনির পর্ব যুবলি- খৃষ্ট বিশ্বাসীরা যাতে সুন্দরভাবে উদযাপন করতে পারে এজন্য এই দিনে সরকারের বিশেষ কোনো কর্মসূচি না রাখার জন্য আহ্বান জানিয়ে ও সাধারণ ছুটি ঘোষণা দাবি করেন সেই সঙ্গে সঙ্গে তিনি সকল ধর্মের মানুষ যাতে শান্তিতে মিলে মিশে বসবাস করতে পারে সে ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেন।