
ভোলার দৌলতখানে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে চরপাতা ৭নং ওয়ার্ডের চরে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম শাহাজল (৫০)। তিনি ওই ওয়ার্ডের চৌকিদার বাড়ীর আঃ সোবহানের পুত্র বলে জানা গেছে।
জানা গেছে, তীব্র দাবদাহের পর শুক্রবার বিকেলের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। হঠাৎ করে ঝড়ো বাতাস এবং বজ্রপাত শুরু হয়। এ সময় শাহাজল চরের বিলে বেধে রাখা গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন। বিষয়টি নিশ্চিত করে চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই জানান, নিহত কৃষক সন্ধ্যার দিকে চরতাপাতা ইউনিয়নের চরে গরু খুজতে বের হন। হঠাৎ কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় শাহাজল বজ্রপাতের শিকার হন। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।