
মোঃ এমরান হাসান আলীম
লালমোহন,প্রতিনিধি:
নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসীরাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ভোলার লালমোহনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে লালমোহন পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষে হয়।
চৌরাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি হাসনাইন আল মুসা, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা জিয়াউল হক নোমান ও উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নূর মোহাম্মদ হেলালী প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্য বলেন, সন্ত্রাসবাদী ইহুদি রাষ্ট্র ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের উপর বর্বরতা হামলার চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ সহ পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্র এখনো চুপ করে বসে আছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। লালমোহনের সকল মুসলমানগণ ইহুদী রাষ্ট্র ইসরাইলের সকল পণ্য বর্জন করলাম। আজ থেকে লালমোহনে ইসরাইলি কোন পণ্য ঢুকতে দেওয়া হবে না এবং কোন ব্যবসায়ীকে ইসরায়েলি পণ্য বিক্রি করতে দেয়া হবে না।
এসময় গাজাবাসীর সমর্থনে হাজারো ধর্মপ্রাণ মুসলমান বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ গ্রহণ করে। তারা গাজাবাসীর সমর্থনে এবং ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে নানা ফেস্টুন, ব্যানার, প্লাকার্ডসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
এর পূর্বে যোহরের নামাজের পর থেকে লালমোহনে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।