লালমোহনে মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ভৌতিক ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ৮ Time View

মোঃ এমরান হাসান আলীম
লালমোহন,প্রতিনিধিঁঃ

ভোলার লালমোহনে মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ভৌতিক ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে রেন্ট এ কার মালিক সমিতি। রবিবার (২০ এপ্রিল) দুপুরে পৌর শহরের থানার মোড়ে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, লালমোহন পৌরসভার নিজস্ব কোনো পরিবহন স্ট্যান্ড নেই। মাইক্রোবাসের জন্যও নির্দিষ্ট কোনো স্ট্যান্ড পূর্বেও ছিলনা, এখনো নেই। এরপরও মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ভৌতিক ইজারা দিয়েছেন পৌরসভা। ফলে টোল উত্তোলনে ব্যস্ত হয়ে পড়েছে ইজারাদার।
তারা আরও বলেন, মাননীয় হাইকোর্ট থেকে ২০২২ সালের একটি রায়ে টার্মিনাল ছাড়া টোল উত্তোলন না করার আদেশ দেয়া হয়েছিল। এছাড়াও পৌরসভার বিধানের ৯৮নং ধারার ৭নং অনুচ্ছেদে বলা হয়েছে, ‘পৌর মেয়র কর্তৃক নির্মিত পরিবহন টার্মিনাল ছাড়া পার্কিং ফি কিংবা পরিবহন টোল উত্তোলন করা যাবেনা”।
এছাড়াও সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সড়ক থেকে টোল উত্তোলনে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর অনুমতি লাগবে। আমরা সড়ক ও জনপথের রাস্তায় চলাচল করি। অথচ পৌরসভা এসব সকল আদেশ অমান্য করে মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ইজারা দিয়ে ইজারাদার কর্তৃক আমাদের কে হয়রানি করার লাইসেন্স দিয়েছে পৌরসভা।
তাই এই ইজারা বাতিলের দাবি জানিয়েছেন লালমোহন রেন্ট এ কার মালিক সমিতির নেতারা। মানববন্ধনে লালমোহন রেন্ট এ কার মালিক সমিতির সভাপতি মো. লোকমান হোসেন কানু মিয়া, সাধারণ সম্পাদক আলী আজগর মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজসহ সমিতির নেতা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
এ বিষয়ে লালমোহন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, এবছর অন্যান্য বছরের মতো ইজারা দেয়া হয়েছে। বর্তমান ইজারা দেয়ার ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাজ হলো কোন মহালে সমস্যা হলে তারা সেটা দেখে প্রতিবেদন দিবেন। প্রতিবেদন পাওয়ার পর কোন সমস্যা থাকলে সেটা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে কৃষকদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

লালমোহনে মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ভৌতিক ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

Update Time : ০৬:৫৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

মোঃ এমরান হাসান আলীম
লালমোহন,প্রতিনিধিঁঃ

ভোলার লালমোহনে মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ভৌতিক ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে রেন্ট এ কার মালিক সমিতি। রবিবার (২০ এপ্রিল) দুপুরে পৌর শহরের থানার মোড়ে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, লালমোহন পৌরসভার নিজস্ব কোনো পরিবহন স্ট্যান্ড নেই। মাইক্রোবাসের জন্যও নির্দিষ্ট কোনো স্ট্যান্ড পূর্বেও ছিলনা, এখনো নেই। এরপরও মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ভৌতিক ইজারা দিয়েছেন পৌরসভা। ফলে টোল উত্তোলনে ব্যস্ত হয়ে পড়েছে ইজারাদার।
তারা আরও বলেন, মাননীয় হাইকোর্ট থেকে ২০২২ সালের একটি রায়ে টার্মিনাল ছাড়া টোল উত্তোলন না করার আদেশ দেয়া হয়েছিল। এছাড়াও পৌরসভার বিধানের ৯৮নং ধারার ৭নং অনুচ্ছেদে বলা হয়েছে, ‘পৌর মেয়র কর্তৃক নির্মিত পরিবহন টার্মিনাল ছাড়া পার্কিং ফি কিংবা পরিবহন টোল উত্তোলন করা যাবেনা”।
এছাড়াও সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সড়ক থেকে টোল উত্তোলনে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর অনুমতি লাগবে। আমরা সড়ক ও জনপথের রাস্তায় চলাচল করি। অথচ পৌরসভা এসব সকল আদেশ অমান্য করে মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ইজারা দিয়ে ইজারাদার কর্তৃক আমাদের কে হয়রানি করার লাইসেন্স দিয়েছে পৌরসভা।
তাই এই ইজারা বাতিলের দাবি জানিয়েছেন লালমোহন রেন্ট এ কার মালিক সমিতির নেতারা। মানববন্ধনে লালমোহন রেন্ট এ কার মালিক সমিতির সভাপতি মো. লোকমান হোসেন কানু মিয়া, সাধারণ সম্পাদক আলী আজগর মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজসহ সমিতির নেতা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
এ বিষয়ে লালমোহন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, এবছর অন্যান্য বছরের মতো ইজারা দেয়া হয়েছে। বর্তমান ইজারা দেয়ার ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাজ হলো কোন মহালে সমস্যা হলে তারা সেটা দেখে প্রতিবেদন দিবেন। প্রতিবেদন পাওয়ার পর কোন সমস্যা থাকলে সেটা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।