
মোঃমিজানুর রহমান সাগর
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী যাত্রীবাহী GMS পরিবহন একটি ইজিবাইক চাপা দিলে দুই জন নিহত হন। শনিবার বিকেলে শরণখোলা থেকে ছেড়ে যাওয়া বাসটি মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ফায়ার সার্ভিসের সামনে ইজিবাইক চাপা দিলে ঘটনাস্থলে ইজিবাইক চালক ও একজন যাত্রী নিহত হন।পুলিশ দুর্ঘটনা স্থান থেকে বাসটি জব্দ করেছে। তবে বাসচালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে। শরণখোলা উপজেলার সাউথখালি ইউনিয়নের গাবতলী এলাকার বাসিন্দা মোফাজ্জল খানের পুত্র সিদাম, তার স্ত্রী ও চার মাসের কন্যাসহ আরো যাত্রী নিয়ে ইজিবাইকটি মোড়েলগঞ্জ থেকে ছেড়ে আসলে বিপরীত দিক থেকে বেপরোয়া ভাবে চালেআসা বাসটি ইজিবাইক চাপা দেয়ায় ইজিবাইক ধুবড়ে মুচকে যায়।নিহতরা হলেন, ইজিবাইক চালক মজনু মোল্লা ৪৫,সুমি বেমন ৩৫। আহতদের মধ্যে রয়েছে নিহত সুমি বেগমের ৪ মাসের কন্যা সন্তান, সিদাম ৩৬, ঝুমুর বেগম ৪৮।আহতদের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।