
বিনোদন ডেস্কঃ
বাংলা চলচ্চিত্রের শত হিরোইন এর মাঝে,আসছে নতুন এক হিরোইন,খুব শীগ্রই মিডিয়াতে পা রাখতে যাচ্ছে, এই নতুন “নায়িকা” তানিয়া ইসলাম মুক্তা এই বাস্তবতার দুনিয়াতে নিজের অবস্থান নিজেকে তৈরি করে নিতে হয়,প্রতিভা থাকলে সেটিকে কাজে লাগাতে হয়,বর্তমান প্রেক্ষাপটে চলচ্চিত্রে বিশেষ পরিচিত নায়িকা তারা ও একটা সময় অনেক পরিছ্রম করে এই যায়গায় আসছে,সুতরাং যেহেতু তানিয়া ইসলাম মুক্তা সম্পুর্ণ নতুন তাই নাম প্রকাশে অনিচ্ছুক এমন কয়েকটা প্রডাকশন তানিয়া ইসলাম মুক্তাকে নিয়ে কাজ করার আগ্রহ দেখিয়েছেন,তাদের লক্ষ ও উদ্দেশ্য তানিয়া ইসলাম মুক্তা একটা সময় নাম্বার ওয়ান নায়িকা হিসেবে পরিচিতি লাভ করবে, এতে করে যা যা করনীয় সে সকল প্রডাকশন তা করবে বলে সম্মতি জানিয়েছেন, তানিয়া ইসলাম মুক্তা বলেন, আমি সম্পুর্ন নতুন আমি সকলের সহযোগিতা কামনা করছি, বিশেষ করে দর্শক যদি আমার কাজ দেখে আমাকে পজিটিভ ভাবে নেয় তাহলে আশাকরি খুব সহজে আমি এগিয়ে যেতে পারবো আমার লক্ষ্যে।