
মোঃ আশিকুর রহমান তুষার (পটুয়াখালী)
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপনের লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাউফল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা পাবলিক মাঠে আয়োজিত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার একে এম ফারুক আহমেদ তালুকদার। কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি এস এ জলিল হীরুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ ইয়াকুব আলী শরীফ, পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ অলিউর রহমান, শহীদ জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুর রহমান আনিস, পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক হাজি পলাশ প্রমুখ। সমাবেশে দলীয় নেতাকর্মী সহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন।