
বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া এলাকায় বিএনপি নেতা ও সাবেক মেম্বার মহাসিন এর বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়রা জানায়, ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন এর পর থেকে মহাসিন মেম্বার স্থানীয়দের কাছ থেকে চাঁদা দাবী করে আসছেন। কফিরহাটের শুভদিয়ায় নদীর চরে বসবাসকারীদের হুমকি দিয়ে প্রথমে ৩০ হাজার টাকা নিয়ে যায়। এই বলে এখানে বসতবাড়িতে থাকতে হলে আমাকে দিতে হবে মোটা অংকের টাকা এমন টাই বলে আসছেন সাবেক এই মেম্বার মহাসিন ও তার সন্ত্রাসী বাহিনী।
সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে বিষটির সত্যতা পাওয়া যায়। ভুক্তভোগীদের সাথে কথা বলে জানতে পারা যায়, চাঁদা দেওয়ার বিষয় টা যানাযানি হয়ে গেলে সাবেক মেম্বার তার দল বল নিয়ে এসে ৯ (মার্চ) রাতে মোঃ আলামিন শেখ (৩০) কে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে। পরবর্তীতে প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে বাড়িতে রয়েছে, এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আলামিন শেখ।
স্থানীয় ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানাযায়, সাবেক এই মহসিন মেম্বারের চাঁদাবাজি হয়রানির কারণে বিভিন্ন সময়ে হুমকি ও হামলা দিয়ে আসছে আমরা এলাকাবাসী একটা রাতও শান্তিতে ঘুমাতে পারিনা। আমরা প্রতিবাদ করলে আমাদেরকে মারধর করে মহাসিন মেম্বার এর সন্ত্রাসী বাহিনী।
স্থানীয় মনোয়ারা বেগম( ৫০) বলেন, ৫ আগস্টের পরে আল-আমিন শেখের কাছ থেকে ৩০হাজার টাকা চাঁদা নেয় মহাসিন মেম্বার। এই কথা জানাজানি হলে স্থানীয় এক সাংবাদিক news24 ঘন্টা ফেসবুক পেজে আলামিন শেখের কথা প্রচার করলে (৯ মার্চ) রাতের আঁধারে এসে মারধর করে মহসিন মেম্বার ও তার লোকজন।
ভূক্তভুগী মোঃ নাসিরউদ্দিন (৫০) বলেন, মহাসিন মেম্বার এর নেতৃত্বে ৫ আগস্টের পরে রাতের আধারে এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং আমার দোকানে এসে ভাঙচুর করে সেই দোকান এখনো আমি ঠিক করতে পারিনি এর কিছুদিন আগে আমার ছেলের শরীরে বিভিন্ন স্থানে লোহা ঢুকায় এগুলো করার কারণ হচ্ছে আমার বাড়ির অন্যরা তাকে ভোট না দেওয়ায় এই দোকান ভাঙচুর এসব নির্যাতন করতেছে আমরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি।
শুভ দিয়া চরের বাসিন্দা তানিয়া বলেন, হুমকি দিয়ে চাঁদা নিচে। তারাবি নামাজের পরে আমার স্বামীকে নিয়ে কোথায় যেন নিয়ে যায় পরে স্থানীয় কিছু লোকজন আমার স্বামীকে নিয়ে আসলে তার গায়ে মারের দাগ দেখি এবং তার হাত-পা বাঁধা ছিল।
স্থানীয় মোঃ নজরুল ইসলাম (৫৫) বলেন, আমরা ভ্যানে এসে দেখি মহাসিন মেম্বারসহ প্রায় ২০-৩০ জন আলআমিন নামের একজন কে গাছের সাথে বেধে মারতেছে। মারার কারণ চাঁদা চেয়েছিল প্রথমে চাঁদা দিছে পরে থানায় এবং মিডিয়াকে জানানোর কারণে এই মারধর করছে।
ভুক্তভূগী মোঃ আলআমিন শেখ (৩৮) বলেন, আমি তারাবি নামাজের পরে চায়ের দোকানে বসে ছিলাম সাবেক মহাসিন মেম্বার আরো ৪-৫ জনে আমাকে ধরে নির্জন একটি রাস্তায় নিয়ে যায় এরপরে আমাকে বেধড়কভাবে মারপিট করে।
অভিযুক্ত সাবেক মহাসিন বলেন, আমি দুইবারের মেম্বার আমার বিরুদ্ধে যে ব্যক্তি অভিযোগ আনছে এগুলো সত্যি না। একটি ঘের আমি তাদের কাছ থেকে ছাড়িয়ে অন্য জায়গায় দিয়েছি তার জন্য এগুলো করতেছে।
ফকিরহাট থানা অফিসার ইনচার্জ আবদুর রাজজাক মীর বলেন, একটি অভিযোগ পেয়েছি আইনআনুগ ব্যাবস্থা নেওয়া হবে।
বাগেরহাট প্রতিনিধি তাং-১২-০৩-২০২৫