৩০ জানুয়ারি রোজ বৃহস্পতিবার বেগমগঞ্জ উপজেলার ৯ নং মীর ওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর ০৮ নং ওয়ার্ডের আকু ডাক্তার বাড়ির মৃতঃ আব্দুল মতলবের ছেলে মাছুম (২২)'মুঠোফোনে সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি দেন।স্থানীয় সূত্রে ও সাংবাদিকদের সাথে কথা বলে যানাযায় বৃহস্পতিবার তারা সংবাদ পান কৃষি জমির পানি নিষ্কাশনের সরকারি হালট ভরাট করে বাড়ির চলাচলের রাস্তা বের করেন স্থানীয় প্রভাবশালী মহল।
খবর পেয়ে সাংবাদিক গণ তথ্য সংগ্রহ করতে গেলে মাছুম নিজেকে রাজনৈতিক কোন দলের নেতা পরিচয় দিয়ে তাদের হুমকি ও পরে রাতে মুঠোফোনে গুলি করে হত্যার হুমকি দেন। পরে ১ ই ফেব্রুয়ারী রোজ শনিবার রাতে তারা বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)'লিটন দেওয়ানকে অবগত করলে তিনি হুমকি দাতার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাঃস দেন।