ডাকাতি’র ৭৫ব্যারেল তেল সাপাহার থ্রী-স্টার ফিলিং ষ্টেশনে উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০১:০০:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৮ Time View

প্রদীপ কুমার সাহা,নওগাঁ প্রতিনিধি:

চট্রগাম থেকে ছেড়ে আসা রংপুর গামী ৭৫ব্যারেল পামওয়েল তেল ভর্তি ডাকাতি হওয়া তেল নওগাঁর সাপাহার থ্রী-স্টার ফিলিং ষ্টেশন হতে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত (২৩ফেব্রুয়ারী) রোববার রংপুর শহরের কামারপাড়ার মৃত লালমিয়ার ছেলে মো: হারুন অর রশিদ এর ঢাকা মেট্র্রো ২৪-৭৬৩৬ নং ট্রাকটি চট্রগাম হতে ৭৫ব্যারেল পামওয়েল তেল নিয়ে রংপুরের উদ্দেশে রওয়ানা হয়ে রাতে বগুড়া-শেরপুর রাস্তার ছনকা নামক স্থানে পৌঁছলে রাত দেড়টার সময় একদল ডাকাত অন্য একটি ট্রাক দ্বারা রাস্তায় বেরিকেড দিয়ে পথ রোধ করে এবং তেল ভর্তি ট্রাকে থাকা ড্রাইভার ও হেলপারকে মারপিট করে চেতনা নাশক খাইয়ে অচেতন করে পাবনার শাহাজাদপুর হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়।
এর পর (২৪ফেব্রুয়ারী) সোমবার ভোরে সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে থ্রী-স্টার ফিলিং ষ্টেশনের মালিক মিলন হোসেনের গোডাউনে ডাকাতির মালামাল আনলোড করা হয়।

পরবর্তীতে ডাকাতদল ট্রাকটি গোদাগাড়ীর কাকন হাট এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। গাড়ীর মালিক ট্রাকে থাকা জিপিএস ট্রাকার এর মাধ্যমে ডাকাতি হওয়া ট্রাকের সন্ধান পায় এবং গোদাগাড়ী থানায় বিষয়টি অবগত করলে রাজশাহীর কাকন হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ উদ্ধার কাজে নেমে সাপাহার থানা পুলিশের সহযোগীতা নিয়ে বুধবার সকাল ১০টার দিকে সাপাহার থ্রী-স্টার ফিলিং ষ্টেশনের মালিক মিলন হোসেন এর গোডাউন ঘর হতে ডাকাতি হওয়া ওই ৭৫ব্যারেল পামওয়েল তেল, যার আনুমানিক মূল্য ২৫লক্ষ টাকা।

খবর পেয়ে রাজশাহী জেলার কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শহিদুল ইসলাম, সাব-ইন্সপেক্টর আশরাফুল আলম (২৬ ফেব্রুয়ারী) বুধবার সাপাহার থানা পুলিশকে সাথে নিয়ে এ উদ্ধার কাজ পরিচালনা করেন।
এর পরে ডাকাতি হওয়া ট্রাকটি গোদাগড়ীর কাকন হাট এলাকা হতে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। এ বিষয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা হয়েছে বলে কাকন হাট পুলিশ তদন্ত কেন্দ্র্রের ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মহাদেবপুরে নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক সভা

ডাকাতি’র ৭৫ব্যারেল তেল সাপাহার থ্রী-স্টার ফিলিং ষ্টেশনে উদ্ধার

Update Time : ০১:০০:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

প্রদীপ কুমার সাহা,নওগাঁ প্রতিনিধি:

চট্রগাম থেকে ছেড়ে আসা রংপুর গামী ৭৫ব্যারেল পামওয়েল তেল ভর্তি ডাকাতি হওয়া তেল নওগাঁর সাপাহার থ্রী-স্টার ফিলিং ষ্টেশন হতে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত (২৩ফেব্রুয়ারী) রোববার রংপুর শহরের কামারপাড়ার মৃত লালমিয়ার ছেলে মো: হারুন অর রশিদ এর ঢাকা মেট্র্রো ২৪-৭৬৩৬ নং ট্রাকটি চট্রগাম হতে ৭৫ব্যারেল পামওয়েল তেল নিয়ে রংপুরের উদ্দেশে রওয়ানা হয়ে রাতে বগুড়া-শেরপুর রাস্তার ছনকা নামক স্থানে পৌঁছলে রাত দেড়টার সময় একদল ডাকাত অন্য একটি ট্রাক দ্বারা রাস্তায় বেরিকেড দিয়ে পথ রোধ করে এবং তেল ভর্তি ট্রাকে থাকা ড্রাইভার ও হেলপারকে মারপিট করে চেতনা নাশক খাইয়ে অচেতন করে পাবনার শাহাজাদপুর হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়।
এর পর (২৪ফেব্রুয়ারী) সোমবার ভোরে সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে থ্রী-স্টার ফিলিং ষ্টেশনের মালিক মিলন হোসেনের গোডাউনে ডাকাতির মালামাল আনলোড করা হয়।

পরবর্তীতে ডাকাতদল ট্রাকটি গোদাগাড়ীর কাকন হাট এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। গাড়ীর মালিক ট্রাকে থাকা জিপিএস ট্রাকার এর মাধ্যমে ডাকাতি হওয়া ট্রাকের সন্ধান পায় এবং গোদাগাড়ী থানায় বিষয়টি অবগত করলে রাজশাহীর কাকন হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ উদ্ধার কাজে নেমে সাপাহার থানা পুলিশের সহযোগীতা নিয়ে বুধবার সকাল ১০টার দিকে সাপাহার থ্রী-স্টার ফিলিং ষ্টেশনের মালিক মিলন হোসেন এর গোডাউন ঘর হতে ডাকাতি হওয়া ওই ৭৫ব্যারেল পামওয়েল তেল, যার আনুমানিক মূল্য ২৫লক্ষ টাকা।

খবর পেয়ে রাজশাহী জেলার কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শহিদুল ইসলাম, সাব-ইন্সপেক্টর আশরাফুল আলম (২৬ ফেব্রুয়ারী) বুধবার সাপাহার থানা পুলিশকে সাথে নিয়ে এ উদ্ধার কাজ পরিচালনা করেন।
এর পরে ডাকাতি হওয়া ট্রাকটি গোদাগড়ীর কাকন হাট এলাকা হতে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। এ বিষয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা হয়েছে বলে কাকন হাট পুলিশ তদন্ত কেন্দ্র্রের ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান।