আক্কেলপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ১১ Time View

মোঃ মাফিজুল ইসলাম

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুরে গুডুম্বা দাশড়া গ্রামের পুকুর পাড়ের একটি জঙ্গল থেকে স্বামী শাহীন ইসলাম (৩৫) ও স্ত্রী আশাতুন বেগম (৩২) ঝুলন্ত অবস্থায় দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার রায়কালি ইউপির গুডুম্বা দাশড়া গ্রামে ঘটেছে। তারা দুজনেই ওই গ্রামের বাসিন্দা। গুডুম্বা দাশড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহীন একই গ্রামের স্ত্রী আশা মৃত আব্দুল জলিলের কন্যা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে বাড়ির পার্শ্বে গুডুম্বা গ্রামের চাতরা পুকুর পাড়ের জঙ্গলে এক গাছে স্ত্রীর মরদেহ ঝোলানো ও মাটিতে স্বামীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

নিহত শাহীনের মা শেফালী বেগম জানান, ১২ বছর আগে তাদের বিয়ে হয়, তাদের সাদিয়া নামের ৭ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে, শনিবার রাতে খাওয়া-দাওয়া করে আমরাসহ সবাই ঘুমিয়ে পড়ি, পরে সকালে ঘুম থেকে জেগে এ ঘটনা জানতে পারি। তাদের মধ্যে কোন পারিবারিক ঝগড়া বিবাদ ছিল না।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, শনিবার গভির রাতের কোন এক সময় পুকুর পাড়ের নির্জন গাছে প্রথমে শাহিন গাছে ঝুলিয়ে আতœহত্যা করে, পরে স্ত্রী স্বামীর আত্মহত্যার ঘটনা জানতে পেরে স্বামীকে গাছ থেকে নামানোর পড়ে সেও গাছে ঝুলিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা ঘটে থাকতে পারে, তবে ঘটনাটি কিভাবে ঘটল এ ঘটনা জানার জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট মর্গে পাঠানো হয়েছে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে চিকিৎসকের অপচিকিৎসায় পঙ্গুত্ববরণ করা ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আক্কেলপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ০৯:৩৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

মোঃ মাফিজুল ইসলাম

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুরে গুডুম্বা দাশড়া গ্রামের পুকুর পাড়ের একটি জঙ্গল থেকে স্বামী শাহীন ইসলাম (৩৫) ও স্ত্রী আশাতুন বেগম (৩২) ঝুলন্ত অবস্থায় দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার রায়কালি ইউপির গুডুম্বা দাশড়া গ্রামে ঘটেছে। তারা দুজনেই ওই গ্রামের বাসিন্দা। গুডুম্বা দাশড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহীন একই গ্রামের স্ত্রী আশা মৃত আব্দুল জলিলের কন্যা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে বাড়ির পার্শ্বে গুডুম্বা গ্রামের চাতরা পুকুর পাড়ের জঙ্গলে এক গাছে স্ত্রীর মরদেহ ঝোলানো ও মাটিতে স্বামীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

নিহত শাহীনের মা শেফালী বেগম জানান, ১২ বছর আগে তাদের বিয়ে হয়, তাদের সাদিয়া নামের ৭ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে, শনিবার রাতে খাওয়া-দাওয়া করে আমরাসহ সবাই ঘুমিয়ে পড়ি, পরে সকালে ঘুম থেকে জেগে এ ঘটনা জানতে পারি। তাদের মধ্যে কোন পারিবারিক ঝগড়া বিবাদ ছিল না।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, শনিবার গভির রাতের কোন এক সময় পুকুর পাড়ের নির্জন গাছে প্রথমে শাহিন গাছে ঝুলিয়ে আতœহত্যা করে, পরে স্ত্রী স্বামীর আত্মহত্যার ঘটনা জানতে পেরে স্বামীকে গাছ থেকে নামানোর পড়ে সেও গাছে ঝুলিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা ঘটে থাকতে পারে, তবে ঘটনাটি কিভাবে ঘটল এ ঘটনা জানার জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট মর্গে পাঠানো হয়েছে ।