
পলাশ তালুকদার
ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্তর্গত ৫২, নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে শনিবার বিকাল ৩:০০ ঘটিকায় তুরাগ থানার বাউনিয়া আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের মাঠে সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৫২,নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ ইসহাক মিয়া, ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বৃহত্তর উত্তরা থানার জিয়া সৃজনশীল সংসদ এর সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক
আজহার আলী আজা,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক আফাজ উদ্দিন আফাজ তিনি বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের এই ধরনের সামাজিক কর্মকান্ডের সাথে তাদের সংযোগ ছিল না। বিএনপি জনগণের দল গণতন্ত্রের দল আমরা আপনাদের পাশে আছি আপনারাও আমাদের পাশে থাকবেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমিনুল হক সদস্য সচিব মোস্তফা জামান এর নেতৃত্বে আমরা সুসংগঠিত আপনাদের সকলকে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা জানাই। আজকে যারা এ আয়োজনটি করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আলী আকবর আলী,ঢাকা মহানগর বিএনপি’র সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু।
দক্ষিনখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হেলাল তালুকদার, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হারুনুর রশিদ খোকা,
তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হাজী জহিরুল ইসলাম
তুরাগ থানা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের খান আবুল,
দক্ষিনখান থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম বাবুল,
তুরাগ থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক ইস্কান্দার আলী
তুরাগ থানা বিএনপির সদস্য কফিল উদ্দিন
প্রমুখ।