
মো:মিজানুর রহমান সাগর
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির চতুর্থ দিন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বাগেরহাট শহরের রেলরোড মোড়ে পথচারী ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।
ইফতার বিতরণে উপস্থিত ছিলেন আল ইমরান, ওয়ালিদ হোসেন, শামিম মুন্সি, জসিম মিনা, আল আমিন হোসেন, রোহিত, ইমন, নাহিদ, আকিব, কাইফ, ইসমাইলসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
ইফতার নিতে আসা এক পথচারী মো. হাসান বলেন, “সারাদিন রোজা রেখে বাড়ি ফেরার পথে ইফতার পাব ভাবিনি। ছাত্রদলের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
একজন রিকশাচালক আব্দুল মালেক বলেন, “দিন শেষে ইফতারের ব্যবস্থা করতে কষ্ট হয়। ছাত্রদল আমাদের জন্য যে আয়োজন করেছে, এতে খুব ভালো লাগছে।”
জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, “রমজান শুধু উপবাসের মাস নয়, এটি ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ একসঙ্গে ইফতার করতে পারে। তাই ছাত্রদলের পক্ষ থেকে প্রতিদিন ইফতার বিতরণ করা হচ্ছে। এটি মাসব্যাপী চলবে।”
তিনি আরো বলেন , পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন বিভিন্ন স্থানে এই ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে
০৫/০৩/২০২৫