
মোঃ আশিকুর রহমান তুষার, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের বাজার ব্যবাসায়ী সমিতি ও এলাকার বাসীর উদ্যোগে পুলিশ ফাঁড়ি পূর্ন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
১৭ই মার্চ রোজ সোমাবার সকাল ১০টার দিকে কালিশুরী বাজরে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বাজার কমিটির সভাপতি ফয়সার মোল্লার সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক দলিল উদ্দিন ওরফে ধলু মোল্লা,ব্যাবসায়ী ফিরোজ,ছিদ্দিকুর রহমান,দুলাল প্রমুখ।
এ সময় বক্তরা বলেন,গত ১৫ মার্চ সকালে উপজেলার কালিশুরী বন্দরে মোবাইল দোকানের মালিক এনায়েত তালুকদারের দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ১২৮টির বেশী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন,সার্ভিসিংয়ের জন্য আসা ১০টি মোবাইল ফোন ও নগদ ২লাখ ৭১ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। যা সিসি ক্যামারায় চোরদের ছবি দেখা গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলেও অদ্যবধি পর্যন্ত চোরদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আগে কালিশুরী বন্দরে পুলিশ ফাঁড়ি ছিল তখন এইভাবে চুরির ঘটনা ঘটেনি । পুলিশ ফাঁড়ি না থাকায় কালিশুরীতে চুরিসহ বিভিন্ন অপকর্ম বেড়েই চলেছে। ব্যবসায়ীরা যেন নিরাপদে ব্যবসা বানিজ্য করতে পারে এবং কালিশুরী ইউনিয়নের জনগনের নিরাপত্তা রক্ষাতে কালিশুরী বন্দরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পুলিশ ফাঁড়ি পূর্ন স্থাপনের দাবি জানান উপস্থিত ব্যাক্তিবর্গ গন।
এ বিষয়ে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, বিষয়টি উধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।