
মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ (নারায়নগঞ্জ): বুধবার পহেলা মে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউসিয়া এলাকায় তার নিজ অফিসে আনুষ্ঠানিকতার মাধ্যমে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মঙ্গলবার (৩০এপ্রিল) উচ্চ আদালতে আপিল শুনানি শেষে তার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করা হয়।
এর আগে মঙ্গলবার (২৩এপ্রিল) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো.সাকিব আল রাব্বি বলেন, সেলিম প্রধানের বিরুদ্ধে দুদকের এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগের অভিযোগ করেছে অন্য প্রার্থীরা। এ বিষয়ে তার আইনজীবী সুস্পষ্ট ও গ্রহণযোগ্য জবাব দিতে পারেননি। ফলে অভিযোগ প্রমাণিত হওয়ায় সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
পরে তিনি প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতে আপিল করেন।
মঙ্গলবার শুনানি শেষে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। এ বিষয়ে সেলিম প্রধান জানান, দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ী রূপগঞ্জ উপজেলায় সকল প্রার্থীদের আপিল নিস্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত। এর মধ্যে সোমবার (২৮ এপ্রিল) আপিল নিষ্পত্তি করেছে নারায়নগঞ্জ জেলা প্রশাসন।
প্রার্থীতা ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মিলাদ দোয়া ও মিষ্টি বিতরণ করে, সেলিম প্রধানের পাশে থেকে নির্বাচনে সকলকে অংশগ্রহণ করে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার আহ্বান করেন তিনি।
প্রতীক বরাদ্দ ২ মে এবং ব্যালটপেপার পদ্ধতিতে ভোটগ্রহণ হবে আগামী ২১ মে।