
মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): প্রচার-প্রচারণায় ব্যস্ত ও ভোটারদের মন জয় করছেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান (হাবিব)।
আসন্ন রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দোয়াত কলম প্রতীকে ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান। উপজেলার প্রতিটি ইউনিয়নের পাড়া মহল্লা, হাট -বাজারে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে। গতকাল ৭ মে মঙ্গলবার উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মুড়াপাড়া বাজারে এ প্রচার-প্রচারণা ও গণসংযোগ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মুর্তজা (পাপ্পা), উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাসসহ আরও অনেকে।###