
মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের এর পক্ষে দোয়াত-কলম প্রতীকের ভোট চেয়ে উঠান বৈঠক করা হয়েছ।
সোমবার সকালে তারবো পৌরসভার বরপা এলাকায় ভোটারদের কাছে ভোট চেয়ে সকলকে সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান এ প্রার্থী ও তার সমর্থকরা।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন -৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন তারাবো পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান জাকারিয়া মোল্লা,
আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান ভুঁইয়া, মনজুর হোসেন ভূঁইয়া, মোখলেছুর রহমান মোল্লা, মোঃ জসিম ভুইয়া, হাজী শাহ আলম সাউদ, হাজী স্বপন ভুঁইয়া, বায়জিদ সাউদ, এনামুল ভুঁইয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, রূপগঞ্জ থেকে মাদক নির্মূল করতে তিনি তার চেষ্টার কোনো ত্রুটি রাখবেননা। কিশোর গ্যাঙের অপরাধমূলক কর্মকান্ড জনগণকে সাথে নিয়ে তা প্রতিরোধ করার প্রতিশ্রুতি দেন। রূপগঞ্জকে একটি আধুনিক মডেল রূপগঞ্জ গড়তে দোয়াত-কলম প্রতীকে ভোট চেয়ে উন্নয়নমূল কাজ করার আশ্বাস দেন।
এবার রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীকের প্রার্থীর সঙ্গে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আবু হোসেন ভূঁইয়া রানু।