
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিদ্যূত ও ময়দার মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার থেকে কয়েক হাজার মানুষ প্রতিবাদ-বিক্ষোভ করে।এই সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ বিক্ষোভকারী নিহত এবং একম’রও বেশি আহত হয়।
গত সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ৮৬ মিলিয়ন মার্কিন ডলারের ভর্তুকির ঘোষণা দেন। তারপর মঙ্গলবার থেকে বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়।
এদিকে গত সোমবার কর্তৃপক্ষ আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদে রেঞ্জার নামে পরিচিত আধা-সামরিক বাহিনী মোতায়েন করেছিল। ভিডিও ফুটেজে দেখা গেছে, উভয় পক্ষ একে অপরকে রড দিয়ে আক্রমণ করছে। আধাসামরিক বাহিনীও বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে এবং কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।
কর্তৃপক্ষ জানায়, নিহত চারজনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা। পাকিস্তানের সম্মিলিত সামরিক হাসপাতালের একজন চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।