বাগেরহাটে জেলা ছাত্রদলের উদ্যোগে আওয়ামীলীগের দোসরদের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
-
Reporter Name
-
Update Time :
০৬:১৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
-
১৮
Time View

মো:মিজানুর রহমান সাগর
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে স্বৈরাচার আওয়ামীলীগের দোসরদের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় মিঠাপুকুর মোড়ে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় তারা আবুসাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবেনা, ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও, ফ্যাসিবাদের ঠিকানা, এই বাগেরহাটে হবেনা’সহ বিভিন্ন শ্লোগান দেয়।
আল ইমরান বলেন, স্বৈরাচারের দোসরা বিভিন্ন স্থানে মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে।পতিত সরকার নানামুখী ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে। নিষিদ্ধ ছাত্রলীগ যেন দেশে কোনো কর্মকাণ্ড না চালাতে পারে সরকারের প্রতি সেই আহবান জানাই। আওয়ামীলীগ আমাদের ভোটের অধিকার, বাক স্বাধীনতা কেঁড়ে নিয়েছে। তারা জুলাইয়ে ছাত্র-জনতার ওপর নৃশংস হামলা করেছে। বাংলাদেশের কোথাও স্বৈরাচার আওয়ামীলীগ কোনো সভা-সমাবেশ, মিছিল-মিটিং করতে পারবে না।
শেখ আল মামুন বলেন, আওয়ামীলীগ ছাত্রলীগ লিফলেট বিতরণ, হরতাল করার ঘোষণা দিয়েছে। আমরা তাদের সিদ্ধান্তকে ধিক্কার জানাই। কারণ তারা দেশে ছাত্র জনতার ওপর গণহত্যা চালিয়েছে। তারা নামে বেনামে বিভিন্ন প্রোগ্রাম করার চেস্টা করে। স্বৈরাচারীদের কোনোক্রমে অপতৎপরতা পালন করতে দেয়া হবে না।প্রশাসনকে বলেন আওয়ামিলীগ বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছে আপনারা যদি তাদের গ্রেফতার না করেন তবে থানা ঘেরাও এর মতো কর্মসূচি দিবে ছাত্রদল। ইন্ডিয়ায় বসে স্বৈরাচারীরা ষড়যন্ত্রের বিভিন্ন পরিকল্পনা করছে। আমরা ভারতকে বলতে চাই দুই দেশের সম্পর্ক পারষ্পরিক সহযোগিতার ভিত্তিতে। আপনারা অন্যায়ভাবে বাংলাদেশে কোনো হস্তক্ষেপ করকে চাইলে এর পরিণাম ভালো হবে না।
Tag :