
মো:মিজানুর রহমান সাগর
বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটে অপারেশন ডেভিল হান্টে সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্রসহ পিতা পুত্রসহ আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এরমধ্যে রবিবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর থানার চকবারা বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্রসহ আব্দুল হাকিম গাজি ও তার ছেলে মোঃ হাফিজুর রহমান গাজিকে আটক করা হয়। আটককৃতরা সুন্দরবনে ডাকাতদের সহযোগিতা করতো বলে কোস্টগার্ডের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। একই দিন রাতে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলমকে আটক করা হয়। এছাড়া জেলার মোংলা উপজেলা থেকে আওয়ামী লীগের ৩ জন, মোরেলগঞ্জে ৩ জন, শরণখোলায় ২জন, রামপালে ৫জন, কচুয়ায় ৬ জন, মোল্লাহাটে ১ জন, ফকিরহাটে ৪ জন ও চিতলমারী উপজেলা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের এসব নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাগেরহাটে হামলা, ভাংচুর, গুলিবর্ষণ, বোমা বিষ্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনের বেশ কয়েকটি মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সন্দেহভাজন আসামী বলে নিশ্চিত করেছেন পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।##.
মো:মিজানুর রহমান সাগর
বাগেরহাট প্রতিনিধি