
মো: মিজানুর রহমান সাগর
বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান,এর পরে জেলা পুলিশের পক্ষ থেকে বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ পুষ্পস্তবক অর্পন করেন, বাগেরহাট মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রোদ্ধা নিবেদন করেন বাগেরহাট জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বৃন্দু, এর পরেই বাগেরহাট জেলা বিএনপি, বাগেরহাট প্রেস ক্লাব, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বাগেরহাটের ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্তরের জনগণ,
দীর্ঘ ১৭ বছর পরে জেলা বিএনপি প্রথম প্রহরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেদ্রীয় কমিটির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, কেন্দ্রীয় নেতা ওয়াহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আলহাজ্ব এটিএম আকরাম হোসেন তালিম, জেলাবিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি’র সমন্বয়ক এম এ সালাম, যুগ্ন-আহ্বায়ক শমশের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।##