
মো:মিজানুর রহমান সাগর
বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট গ্রীন হার্ট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) যদুনাথ স্কুল এন্ড কলিজিয়েট স্কুলের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুহাম্মদ মহিদুর রহমান।
স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি শেখ সাহেদ আলী রবি এর সভাপতিত্বে,গররীন হার্ট স্কুলের প্রধান শিক্ষক তিথি দেবনাথ এর সার্বিক পরিচালনায় ও নিশা রানী দাসের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মুজিবর রহমান, বাগেরহাট সিটি ব্যাংকের ম্যানেজার সোনালী ব্যাংকের ম্যানেজার সহ অভিভাব ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় মোট ২০ টি ইভেন্টে তিন শতাধিক শিক্ষার্থী ও অংশ গ্রহন করেন,
প্রতিযোগিতার শুরুতে স্কুলের শিক্ষার্থীরা কোরান তেলোয়াত ও গীতাপাঠ করেন, জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তলন করাহয়,বিশেষ অতিথীদের সঙ্গে নিয়ে স্কুলের শিক্ষক মন্ডলী যৌথ ভাবে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন,চমৎকার কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিবেশন করা হয়, প্রতিটি ইভেন্টে বিজয়ীদেরকে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি বৃন্দু,